মাইক্রোসফট অফিস শিখুন বাংলায়, শুধু হাতে খড়ি নয়, আদি অন্ত সমেত! সাইটটি প্রক্রিয়াধীন রয়েছে

এমএস এক্সেল, এভারেজ এ (AVERAGEA) ফাংশন

AVERAGEA

এই ফাংশনটিও গড় নির্ণয়ে ব্যবহৃত হয়। তবে AVERAGE ফাংশনের সাথে এর পার্থক্য হলো AVERAGE দিয়ে ক্যালকুলেশন করলে নির্দেশিত সেলগুলোর কোনটা ফাঁকা বা টেক্সট থাকলে তা বাদ দিয়ে গড় করা হয়। কিন্তু এই AVERAGEA ফাংশন ব্যবহার করলে ফাঁকা ও টেক্সট লেখা সেলগুলো যোগ হয় না ঠিকই কিন্তু সেগুলো ধরে মোট সেলের সংখ্যা বাড়িয়ে দেয় ফলে গড় মান কম হয়। আপনার প্রয়োজন অনুযায়ী AVERAGE বা AVERAGEA ফাংশন ব্যবহার করতে পারেন। 

নিম্নে AVERAGE AVERAGEA ফাংশনের পার্থক্য দেখানো হলো।


A
B
C
ফাংশন
ফলাফল
ক্যালকুলেশন
1
10
20

=AVERAGE(A1:C1)
15
=(10+20)/2
2
10
20
N/A
=AVERAGE(A2:C2)
15
=(10+20)/2
3
10
20

=AVERAGEA(A3:C3)
10
=(10+20)/3
4
10
20
N/A
=AVERAGEA(A4:C4)
10
=(10+20)/3
 


No comments:

Post a Comment