মাইক্রোসফট অফিস শিখুন বাংলায়, শুধু হাতে খড়ি নয়, আদি অন্ত সমেত! সাইটটি প্রক্রিয়াধীন রয়েছে

এমএস এস্কেল, সাধারণ যোগ (ADD), বিয়োগ (SUBTRACTION), গুন (MULTIPLY), ভাগ (DIVIDE) করার নিয়ম

Add, Subtraction, Multiply & Divide

মাইক্রোসফট এস্কেল-এ সাধারণ যোগ, বিয়োগ, গুণ, ভাগ একদম ক্যালকুলেটরের নিয়মে হয়। তবে এটা মনে রাখা প্রয়োজন, এখানে প্রতিটি ক্যালকুলেশনের আগে সমান (=) চিহ্ন দিতে হয়। সরল অংকের ক্ষেত্রে সরল অংকের সাধারণ নিয়মগুলো (BODMAS) মেনে ফলাফল দেখাবে। কোন ক্যালকুলেশন, কোন বিশেষ যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ কে পেরিওরিটি দিতে হলে ব্রাকেট ব্যবহার করতে হয়।

সেল এ্যাড্রেস= একটি তথ্য কোন সেলে আছে তা জানতে ঐ কলামের নাম ও রো-এর নাম্বার দেখলে বুঝা যায়। যেমন A1 হলো কলামের নাম্বার রো-তে যে সেলটি আছে। আপনি কোন সেল-এ আছেন তা এ্যাড্রেস বারে দেখা যায়। আবার এ্যাডেস বারে সেল এ্যাড্রেস টাইপ করলে সেই সেলে কার্সার যাবে।


উদাহরণঃ


A
B
C
ফাংশন
ফলাফল
1
20
10
30
=A1+B1+C1
60
2
100


=A2-50
50
3
50
30

=A3-B3
20
4
100


=A4-20
80
5
80
2

=A5*B5
160
6
50


=A6*2
100
7
100
2

=A7/B7
50
8
33


=A8/3
11
9
200
50
75
=A9+B9-C9
175
10
5
7
3
=(A10+B10)*C10
36
11
5
7
3
=A11+B11*C11
26
 

No comments:

Post a Comment