মাইক্রোসফট অফিস শিখুন বাংলায়, শুধু হাতে খড়ি নয়, আদি অন্ত সমেত! সাইটটি প্রক্রিয়াধীন রয়েছে

এমএস অফিস

এমএস (মাইক্রোসফট) অফিস একটি প্রোগ্রাম প্যাকেজ। যেখানে রয়েছে অনেকগুলো প্রোগ্রাম । যেমন, এমএস ওয়ার্ড, এমএস এস্কেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এস্কেস ইত্যাদি। প্রতিটি প্রোগ্রাম এক এক কাজের জন্য বিশেষভাবে তৈরী। যেমন,
১। এমএস ওয়ার্ড অফিসিয়াল টাইপ সহ অন্যান্য ডকুমেন্টস এর জন্য।
২। এমএস এস্কেল হিসাব নিকাশ করার জন্য।
৩। এমএস এস্কেস ডাটাবেজ তৈরীর জন্য।
৪। এমএস পাওয়ার পয়েন্ট কোন বিষয় সুন্দরভাবে উপস্খাপনের জন্য (কোন মিটিং বা অনুষ্ঠানে)।

এছাড়াও এইসব প্রোগ্রাম প্রয়োজন অনুযায়ী অন্যান্য বিষয়ে সামান্য সুবিধা দিয়ে থাকে।

এমএস অফিসের অনেকগুলো সংস্করণ আছে। ভার্সনগুলো মূলতঃ বই প্রকাশের সংস্করণ মতো। তবে এমএস অফিস প্রোগ্রাম হওয়ায় এর হালনাগাদ সংস্করণ গুলো অনেক সুবিধামন্ডিত হয়ে থাকে।

বাংলাদেশে সাধারণতঃ এমএস অফিস দিয়ে কম্পিউটারে হাতে-খড়ি দেওয়া হয়।


http://learnmsofficebangla.blogspot.com/2015/06/blog-post_75.html

No comments:

Post a Comment