মাইক্রোসফট অফিস শিখুন বাংলায়, শুধু হাতে খড়ি নয়, আদি অন্ত সমেত! সাইটটি প্রক্রিয়াধীন রয়েছে

এবার বাংলায়. . .

অনেকদিন ধরেই ব্লগে লিখছি। রাজনীতি নয়, বরং আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো, আমার শিখনগুলো। কিন্তু তা ইংলিশে হওয়ায় নিজেরও লিখতে বেগ পেতে হচ্ছে, সময়ও লাগছে আর যা লিখতে চাচ্ছি ভাষাজ্ঞান কম থাকায় অন্যটা প্রকাশ হচ্ছে।

তাই আমি সিদ্ধান্ত নিলাম এবার শুধু ইংলিশে নয় বরং নিজের ভাষায় লিখব, যা মনে আসে। ভুল হোক, বাংলায় হোক। তবু অন্য ভাষায় নয়।

ধন্যবাদ।


http://learnmsofficebangla.blogspot.com/2015/06/blog-post_30.html