মাইক্রোসফট অফিস শিখুন বাংলায়, শুধু হাতে খড়ি নয়, আদি অন্ত সমেত! সাইটটি প্রক্রিয়াধীন রয়েছে

এমএস এক্সেল, এবিএস (ABS) ফাংশন

ABS
এর মাধ্যমে কোন নেগেটিভ তথ্যকে পজিটিভ করা যায়। তথ্য নেগেটিভ (-) বা পজিটিভ (+) যাই হোক এর মাধ্যমে সকল তথ্য পজিটিভ হবে।

উদাহরণঃ



A
সেল এ্যাড্রেস
ফাংশন
ফলাফল
1
100
A1
=ABS(A1)
100
2
-50
A2
=ABS(A2)
50
3
10.52
A3
=ABS(A3)
10.52
4
-15.75
A4
=ABS(A4)
15.75
5
-150
যদি না থাকে>
=ABS(-150)
150

এই ফাংশনের ভিতরে অন্য ফাংশন ইন করতে পারবেন।

উদাহরণঃ


A
B
ফাংশন
ফলাফল
1
5
6
=ABS(A1-B1)
1
2
8
5
=ABS(A2-B2)
3
3
6
8
=ABS(A3-B3)
2
4
10
15
=ABS(A4-B4)
5
5
28
23
=ABS(A5-B5)
5

এমএস এক্সেল, এবিএস (AND) ফাংশন

AND
কোন তথ্য বা ক্যালকুলেশন আপনার দেওয়া শর্ত পূরণ করলে TRUE হবে আর শর্ত পূরণ না হলে FALSE হবে। IF ফাংশনের সাথে এর ব্যাপক ব্যবহার রয়েছে।


উদাহরণঃ
A
B
ফাংশন
ফলাফল
1
TRUE
TRUE
TRUE
2
TRUE
FALSE
FALSE
3
43
33
=AND(A3>=33,B3>=33)
TRUE
4
23
33
=AND(A4>=33,B4>=33)
FALSE
5
43
33
=IF(AND(A5>=33,B5>=33), “PASS”, “FAIL”)
PASS
6
23
33
=IF(AND(A6>=33,B6>=33), “PASS”, “FAIL”)
FAIL
 

একাধিক শর্ত ব্যবহার করতে পারবেন এবং অন্য ফাংশনের অভ্যন্তরে এটি ব্যবহার করতে পারবেন। 

http://learnmsofficebangla.blogspot.com/2015/06/abs_30.html

এমএস অফিস প্রোগ্রাম সমূহ

এমএস অফিসে নিম্নোক্ত প্রোগ্রামসমূহ প্যাকেজ আকারে থাকেঃ
১। মাইক্রোসফট এক্সেস
২। মাইক্রোসফট এস্কেল
৩। মাইক্রোসফট গ্রোভ
৪। মাইক্রোসফট ইনফো পাথ
৫। মাইক্রোসফট অননোট
৬। মাইক্রোসফট আউটলুক
৭। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট
৮। মাইক্রোসফট পাবলিসার
৯। মাইক্রোসফট ওয়ার্ড।

এবং টুলস সমূহঃ
১। ভিবিএ প্রোজেক্ট
২। ক্লিপ অরগানাইজার
৩। অফিস ল্যাংগুয়েজ
৪। অফিস ডায়াগনেস্টিক
৫। অফিস ডকুমেন্ট ইমেজিং
৬। অফিস ডকুমেন্ট স্ক্যানিং
৭। অফিস পিকচার ম্যানেজার।

সাধারণতঃ অফিসিয়াল কাজে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এস্কেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এস্কেস, মাইক্রোসফট আউটলুক ও মাইক্রোসফট পিকচার ম্যানেজারের ব্যাপক ব্যবহার হয়।

অফিস প্রোগ্রাম ব্যবহারের সময় সর্বশেষ সংস্করণটি ব্যবহার করলে সর্বোচ্চ সুবিধা পাওয়া যায়।


http://learnmsofficebangla.blogspot.com/2015/06/abs.html

এমএস অফিস

এমএস (মাইক্রোসফট) অফিস একটি প্রোগ্রাম প্যাকেজ। যেখানে রয়েছে অনেকগুলো প্রোগ্রাম । যেমন, এমএস ওয়ার্ড, এমএস এস্কেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এস্কেস ইত্যাদি। প্রতিটি প্রোগ্রাম এক এক কাজের জন্য বিশেষভাবে তৈরী। যেমন,
১। এমএস ওয়ার্ড অফিসিয়াল টাইপ সহ অন্যান্য ডকুমেন্টস এর জন্য।
২। এমএস এস্কেল হিসাব নিকাশ করার জন্য।
৩। এমএস এস্কেস ডাটাবেজ তৈরীর জন্য।
৪। এমএস পাওয়ার পয়েন্ট কোন বিষয় সুন্দরভাবে উপস্খাপনের জন্য (কোন মিটিং বা অনুষ্ঠানে)।

এছাড়াও এইসব প্রোগ্রাম প্রয়োজন অনুযায়ী অন্যান্য বিষয়ে সামান্য সুবিধা দিয়ে থাকে।

এমএস অফিসের অনেকগুলো সংস্করণ আছে। ভার্সনগুলো মূলতঃ বই প্রকাশের সংস্করণ মতো। তবে এমএস অফিস প্রোগ্রাম হওয়ায় এর হালনাগাদ সংস্করণ গুলো অনেক সুবিধামন্ডিত হয়ে থাকে।

বাংলাদেশে সাধারণতঃ এমএস অফিস দিয়ে কম্পিউটারে হাতে-খড়ি দেওয়া হয়।


http://learnmsofficebangla.blogspot.com/2015/06/blog-post_75.html

এবার বাংলায়. . .

অনেকদিন ধরেই ব্লগে লিখছি। রাজনীতি নয়, বরং আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো, আমার শিখনগুলো। কিন্তু তা ইংলিশে হওয়ায় নিজেরও লিখতে বেগ পেতে হচ্ছে, সময়ও লাগছে আর যা লিখতে চাচ্ছি ভাষাজ্ঞান কম থাকায় অন্যটা প্রকাশ হচ্ছে।

তাই আমি সিদ্ধান্ত নিলাম এবার শুধু ইংলিশে নয় বরং নিজের ভাষায় লিখব, যা মনে আসে। ভুল হোক, বাংলায় হোক। তবু অন্য ভাষায় নয়।

ধন্যবাদ।


http://learnmsofficebangla.blogspot.com/2015/06/blog-post_30.html