মাইক্রোসফট অফিস শিখুন বাংলায়, শুধু হাতে খড়ি নয়, আদি অন্ত সমেত! সাইটটি প্রক্রিয়াধীন রয়েছে

একটি তালিকা থেকে ইউনিক নাম ইনডেক্স করুন

একটি রো-তে অনেক নাম আছে। আবার একই নাম একাধিক বার আছে। সাধারণত: আমরা ফিল্টার ব্যবহার করে নামগুলোর তালিকা পেয়ে থাকি। কিন্তু আপনি যদি শুধু ইউনিক নামগুলো সহজে পেতে চান তাহলে এই সূত্রটি আপনাকে সহায়তা করবে।

১০০টি নামের তালিকায় ডুপ্লিকেট নাম বাদ দিয়ে ইউনিক নামগুলোর তালিকা করতে অনেকগুলো ফর্মূলা একসাথে জুড়ে দিতে হবে এবং কী বোর্ডের Ctrl+Shift চেপে ধরে Enter চাপতে হবে।

=IFERROR(INDEX($A$2:$A$101, MATCH(0, COUNTIF($B$1:B1,$A$2:$A$101), 0)),0)

এখানে, $A$2:$A$101 সেল হল যেখানে আপনার ১০০টি নামে আছে তা নির্দেশ করছে। আর $B$1:B1 হলো যে সেলে সূত্রটি লিখছেন তার ঠিক উপরের সেল।

উদাহরণঃ
A
B
C
1
Name
Unique Name
COMMENTS
2
Simon
Simon
B2 সেলে লিখুন 

=IFERROR(INDEX($A$2:$A$101, MATCH(0, COUNTIF($B$1:B1,$A$2:$A$101), 0)),0)


এবং Ctrl+Shift চেপে ধরে Enter চাপুন।
3
Rupom
Rupom
4
Soudia
Soudia
5
June
June
6
Ankush
Ankush
7
Ritesh
Ritesh
8
Alo
Alo
9
Nobin
Nobin
10
Momi
Momi
11
Rupom
Rikto
12
Soudia
0
13
June
0
14
Rikto
0
15
Alo
0
16
Nobin
0
17
Momi
0

আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোন সমস্যা হলে জিমেইলে লগইন করে মন্তব্য করুন। পরবর্তীতে সময় হলে এর ভিতরে প্রতিটি ফর্মূলা কি কাজ করছে তা আলাদা করে জানাব।

ধন্যবাদ। 

No comments:

Post a Comment